সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, শিল্পসাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তবে বাস্তবে এখন প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পহেলা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব এবং এটি এবারও একইভাবে পালিত হবে। তিনি বলেন, কিছু কিছু জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হচ্ছে, তবে অনেক জায়গায় সফলভাবে অনুষ্ঠানও হচ্ছে। যেখানে সমস্যা, সেখানেই সমাধান করার চেষ্টা চলছে। আমি সব কাজ ফেসবুকে ঘোষণা দিয়ে করি না। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলা হয়, কিন্তু আমরা প্রতিটি কথার উত্তর দিতে পারি না।
গণঅভ্যুত্থান নিয়ে বহু ডকুমেন্টারি তৈরি হয়েছে এবং এগুলি মাঠপর্যায়ের প্রশাসন ও শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রচারিত হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?