আজ শুক্রবার, পল্লীকবি জসীম উদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। ওই দিনই তাকে ফরিদপুর সদরের অম্বিকাপুর গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়ির আঙিনায় সমাহিত করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং জসীম ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকাল ১০টায় শহরের গোবিন্দপুর এলাকার কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা উপস্থিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. আব্দুল জলিল উপস্থিত থাকবেন। কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দীন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করা জসীম উদ্দীন ছাত্রজীবনে তাঁর লেখা ‘কবর’ কবিতাটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলে ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘নিমন্ত্রণ’, ‘আসমানী’, ‘মধুমালা’, ‘বেদের মেয়ে’, ‘নকশী কাঁথার মাঠ’ প্রভৃতি কবিতার মাধ্যমে তিনি গ্রামবাংলার শাশ্বত রূপ ফুটিয়ে তুলেছেন, যার মাধ্যমে মানুষের হাসি-কান্না, আশা-আকাঙ্ক্ষা উঠে এসেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?