clock ,

নির্বাচনের আগে পর্তুগালে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে বহিষ্কারের ঘোষণা

নির্বাচনের আগে পর্তুগালে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে বহিষ্কারের ঘোষণা

আগামী ১৮ মে অনুষ্ঠেয় আগাম জাতীয় নির্বাচনের আগে পর্তুগালের তত্ত্বাবধায়ক সরকার ১৮ হাজার নথিবিহীন অভিবাসীকে দেশ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। সরকার বলছে, প্রথম দফায় প্রায় সাড়ে হাজার অভিবাসীকে আগামী সপ্তাহ থেকেই ২০ দিনের মধ্যে স্বেচ্ছায় দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হবে।

প্রেসিডেন্সির মন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো শনিবার ( মে) এক সংবাদ সম্মেলনে জানান, “পর্তুগালের বহিষ্কার ব্যবস্থা দুর্বল এবং অকার্যকর হয়ে পড়েছে। ইউরোপের সবচেয়ে কম বহিষ্কার কার্যকর হওয়া দেশগুলোর একটি হলো পর্তুগাল।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই বহিষ্কারের হার অত্যন্ত কম এবং এমনকি নিরাপত্তাজনিত কারণেও খুব কম সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করা হয়। বাস্তবতা পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন পর্তুগাল রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী লুইস মন্টেগ্রোর নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকার স্বার্থের সংঘাতের অভিযোগে পদত্যাগ করে। এক জুয়ার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়েন মন্টেগ্রো।

পরবর্তীতে সংসদের আস্থা ভোটে পরাজিত হয় তার নেতৃত্বাধীন দুই-দলীয় জোট, যার হাতে ছিল মাত্র ৮০টি আসন। অন্যদিকে বিরোধী জোটকেন্দ্র-বামপন্থী সমাজতান্ত্রিক দল অতি-ডানপন্থী চেগা পার্টিপেয়েছে ১২৮টি আসন।

বিশ্লেষকরা বলছেন, এই অস্থিরতা গণতান্ত্রিক পর্তুগালের জন্য এক গুরুতর পরীক্ষা। ১৯৭৪ সালের কার্নেশন বিপ্লবের পর এতো দীর্ঘস্থায়ী জটিল রাজনৈতিক টানাপোড়েন আর দেখা যায়নি। তাছাড়া, চেগা পার্টির উত্থান এবং নির্বাচনের প্রাক্কালে বহিষ্কারের ঘোষণা রাজনৈতিকভাবে কৌশলী বিতর্কিত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশটি ইউরোপীয় ইউনিয়নের ২২ বিলিয়ন ইউরো উন্নয়ন তহবিল সুষ্ঠুভাবে বিনিয়োগ করে অর্থনৈতিক পুনর্গঠনের পরিকল্পনায় ব্যস্ত।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য