পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট এবং একটি ভিলা জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, চৌধুরী নাফিজ সরাফাত অবৈধ অর্থপাচারের মাধ্যমে দুবাইয়ে তিন বেডরুমের একটি ফ্ল্যাট এবং পাঁচ বেডরুমের একটি ভিলা কিনেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে অর্থ পাঠাতে পারেন না। তবে নাফিজ সরাফাত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই অর্থপাচার করে এসব সম্পদ কিনেছেন। তাঁর আয়কর বিবরণীতেও এই সম্পদের তথ্য উল্লেখ করা হয়নি।
এর আগে, গত ৭ জানুয়ারি ঢাকায় নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী এবং ছেলের নামে থাকা ২২টি ফ্ল্যাট, দুটি বাড়ি, প্লট এবং জমি ক্রোকের আদেশ দেন আদালত।
দুদকের তদন্ত অনুযায়ী, চৌধুরী নাফিজ সরাফাতের নামে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় ১০টি ফ্ল্যাট রয়েছে। গুলশান-২–এ ২০ তলা একটি বাড়ি, পূর্বাচলে সাড়ে সাত কাঠার একটি প্লট, গাজীপুর এবং বাড্ডায় ২৫ কাঠা জমি রয়েছে।
তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে রাজধানীতে পাঁচটি ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠার জমির ওপর চারতলা একটি বাড়ি, এবং আরও ১৩ কাঠা জমির সন্ধান পেয়েছে দুদক।
এছাড়া, তাঁদের ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ফ্ল্যাটের তথ্য পেয়েছে দুদক এবং সেগুলো ক্রোকের আদেশও দিয়েছে আদালত।
দুদক আরও জানায়, চৌধুরী নাফিজ সরাফাত গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহার করে ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত এসব স্থাবর সম্পত্তি এবং বিদেশে সম্পদ ক্রয়ের বিষয়টি তদন্ত করছে দুদক।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?