ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকার গাছ থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। মৃত ব্যক্তি আবু সালেহ (৪৫), ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।
পুলিশ জানিয়েছে, আবু সালেহের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তার আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে সিআইডি। তবে তার মৃত্যুর কারণ এখনো অজানা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মজিবুর রহমান গণিত ভবনের বিপরীতে জিমনেসিয়ামের পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিক্ষার্থীরা জানান, সকাল ৮টার দিকে ক্লাস করতে এসে তারা মরদেহটি গাছে ঝুলতে দেখেন। গাছের ডালে দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় লাশটি পাওয়া যায়। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এসে শাহবাগ থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে, রাত বা ভোরের কোনো একসময় এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, "ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুলিশ বিস্তারিত জানাবে।"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?