সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ব্যাংক হিসাবের সংখ্যা ১৬৩টি। এসব হিসাবে মোট জমা হয়েছে ৩৮৬ কোটি টাকা, যার মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলনের পর বর্তমানে স্থিতি রয়েছে মাত্র ৬ কোটি ২৭ লাখ টাকা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ তথ্য জানিয়েছে।
ব্যক্তিগত হিসাব
বিএফআইইউ-এর তথ্য অনুযায়ী, নাঈমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাব রয়েছে ৯১টি। এতে জমা হয়েছিল ২৪৯ কোটি টাকা। এর মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা উত্তোলনের পর বর্তমানে তার হিসাবে মাত্র ৬৪ লাখ টাকা আছে।
পরিবারের হিসাব
তার স্ত্রী নাসিমা খান মন্টির ১৩টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়। এর মধ্যে ১৩ কোটি টাকা উত্তোলন করে বর্তমানে ৩ কোটি ৯০ লাখ টাকা রয়েছে। তাদের তিন মেয়ে—আদিবা নাঈম, লাবিবা নাঈম, এবং যূলিকা নাঈমের ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য অঙ্কের অর্থ জমা হয়েছে। যথাক্রমে আদিবার হিসাবে ৩৫ লাখ, লাবিবার ১ কোটি ২৫ লাখ, এবং যূলিকার ৬১ লাখ টাকা জমা হয়েছিল, যার বড় অংশই তারা উত্তোলন করেছেন।
ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব
নাঈমুল ইসলাম খানের মালিকানাধীন প্রতিষ্ঠানের ৪৬টি ব্যাংক হিসাবে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা জমা হয়। প্রায় সব টাকা উত্তোলনের পর বর্তমানে এসব হিসাবে মাত্র ২১ লাখ টাকা রয়েছে।
ক্রেডিট কার্ড ব্যবহার
নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যরা মোট ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এসব কার্ডের মোট সীমা ২৮ লাখ ৩৫ হাজার ৩৬৭ টাকা। বর্তমানে এসব কার্ডে বকেয়া রয়েছে ৪৮ হাজার ৪০৮ টাকা।
হাসিনা সরকারের পতনের পর ২৫ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ করে। তবে এর আগেই তারা অধিকাংশ অর্থ উত্তোলন করেন। এর আগে, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে তার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান আত্মগোপনে চলে যান এবং তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?