clock ,

  ব্রেকিং নিউজ
clock
নব্বই দশকের ঢাকার গ্যাংস্টারদের গল্প 'ঢাকা সাগা'

নব্বই দশকের ঢাকার গ্যাংস্টারদের গল্প 'ঢাকা সাগা'

তরুণ নির্মাতা আব্দুল্লাহ আল ফাহিম দেশের জন্য সিনেমা বানাচ্ছেন। ফাহিমের নতুন সিনেমার নাম 'ঢাকা সাগা'।

কিছুদিন আগে সিনেমার পোস্টার প্রকাশ করে ফাহিম বলেছেন, ঢাকার আশি-নব্বই দশকের গ্যাংস্টার ও আন্ডারওয়ার্ল্ডের মানুষদের কাজ করবার নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছে। ফাহিম বলেন, "১৯৮২ সাল থেকে ১৯৯২ পর্যন্ত ঢাকায় বিভিন্ন গ্যাংস্টারের আধিপত্য ছিল। তারা কীভাবে তাদের গ্যাং চালাত, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপরাধ জগতে তাদের চলাফেরা এবং পতন সবই উঠে আসবে আমার 'ঢাকা সাগা' সিনেমায়।

তেমন কোনো তারকা শিল্পীকে সিনেমার জন্য বাছাই করার পক্ষে নন ফাহিম। তিনি জানান, গ্যাংস্টার চরিত্র যারা ভালো তুলে ধরতে পারবেন এমন শিল্পী বাছাই করা হবে। তবে আশীষ খন্দকার কাজ করবেন, তার ব্যাপারটা চূড়ান্ত হয়েছে। এখনো সব অভিনয়শিল্পী নির্বাচন করা হয়নি।

বর্তমানে পরিচালকের ব্যস্ততা যাচ্ছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ঘিরে। আসছে বছরের ফেব্রুয়ারিতে দৃশ্যধারণের কাজ শুরু করতে চাইছেন তিনি। ফাহিম বলেন, গল্প প্রস্তুত, এখন চিত্রানাট্যের ঘষামাজা চলছে।
তিনি জানান,
ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে, বেশিরভাগ শুটিংই রাতে।এই সিনেমার প্রযোজক বিদেশি, কথা চলছে, চূড়ান্ত হলে নাম ঘোষণা করা হবে।"

এর আগে, জার্মানির অভিনয়শিল্পী, কলাকুশলী নিয়ে ফাহিমের 'কিলার' দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং একাধিক পুরস্কারও পেয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য