clock ,

দেশে ফিরেছেন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা

দেশে ফিরেছেন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটসাল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয় করা লাল-সবুজের প্রতিনিধিদের উষ্ণ সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সময় বাফুফের কর্মকর্তারা ফুল শুভেচ্ছায় দলটিকে স্বাগত জানান।

লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ ছয় ম্যাচে পাঁচটি জয় একটি ড্র নিয়ে মোট ১৬ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি ঐতিহাসিক সাফল্য।

বিমানবন্দর থেকে আগে থেকেই প্রস্তুত রাখা ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় হাতিরঝিল পর্যন্ত। পরে রাতে বাফুফে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে গ্র্যান্ড রিসিপশন নৈশভোজে অংশ নেবেন সাফজয়ী ফুটসাল তারকারা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য