জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করেছে। আগের তুলনায় রিটার্ন জমা কম পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়ে করদাতারা কোনো জরিমানা ছাড়াই ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (কাজের দিন হিসেবে ১ মার্চ পর্যন্ত) পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আয়কর রিটার্ন ২০২৪-২৫: মূল তথ্য
|
বিষয় |
বিস্তারিত তথ্য |
|
নতুন সময়সীমা |
২৮ ফেব্রুয়ারি ২০২৬ (১ মার্চ পর্যন্ত কার্যকর) |
|
সময় বৃদ্ধি |
তৃতীয় দফা (3rd Extension) |
|
দেরি হলে জরিমানা |
মাসিক ৪% সুদ ও সর্বনিম্ন ১,০০০ টাকা জরিমানা |
|
সুবিধা |
পূর্ণ কর রেয়াত ও সুদ মওকুফ |
|
অনলাইন নিবন্ধন |
৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা |
|
মোট জমা |
এখন পর্যন্ত ৩৭ লাখের বেশি রিটার্ন জমা পড়েছে |
মূলত ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল নভেম্বর। পর্যাপ্ত রিটার্ন না পড়ায় তৃতীয় দফায় সময় বৃদ্ধি করা হলো। যেহেতু ২৮ ফেব্রুয়ারি শনিবার, তাই আইন অনুযায়ী করদাতারা ১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
সময়মতো রিটার্ন না দিলে ঝুঁকি
· প্রতি মাসে ৪% সুদ এবং সর্বনিম্ন ১,০০০ টাকা জরিমানা।
· বিনিয়োগে কর রেয়াত বা কর অব্যাহতি হারানোর সম্ভাবনা।
· বিভিন্ন সরকারি সেবা গ্রহণে জটিলতা।
নতুন সময়সীমা অনুযায়ী রিটার্ন জমা দিলে করদাতারা সুদ ও জরিমানা থেকে রেহাই পাবেন এবং পূর্ণ কর রেয়াত সুবিধা ভোগ করতে পারবেন।
চলতি বছর ৩৭ লাখের বেশি রিটার্ন জমা পড়েছে। ৪৭ লাখ করদাতা ইতোমধ্যে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য নিবন্ধিত।
করদাতাদের সুবিধার্থে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। তাই সময়মতো রিটার্ন জমা দেওয়ার জন্য অনলাইনে লগইন করে প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?