clock ,

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮, জীবিত উদ্ধার ২৯

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮, জীবিত উদ্ধার ২৯

তিউনিশিয়ার উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে আট জন প্রাণ হারিয়েছেন এবং জীবিত উদ্ধার করা হয়েছে ২৯ জনকে। রোববার সকালের দিকে স্ফ্যাক্স শহরের নিকটবর্তী এল আওয়াবেদ উপকূলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল গার্ড।

ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদ্দিন জেবাবলি জানান, উদ্ধারকৃত সবাই বিদেশি নাগরিক এবং অধিকাংশই সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন। এই অঞ্চল ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান যাত্রাপথ হিসেবে পরিচিত, কারণ এখান থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার।

তবে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অভিবাসন ঠেকাতে চুক্তির পর এই রুটে যাত্রা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এপ্রিলের শুরু থেকে তিউনিশ সরকার স্ফ্যাক্স অঞ্চলের উপকূলীয় জলপাই বাগান থেকে অনিয়মিত অভিবাসীদের উচ্ছেদ শুরু করে, যেখানকার অস্থায়ী ক্যাম্পগুলোতে প্রায় ২০ হাজার মানুষ বাস করতেন।

উচ্ছেদের পর হাজারো অভিবাসী খোলা আকাশের নিচে, গাছের ছায়ায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অনেককে পুলিশ তাদের সামান্য জিনিসপত্রসহ মরুভূমির সীমান্তে ফেলে রেখে আসছে।

২০২৩ সালের গ্রীষ্ম থেকে তিউনিশ কর্তৃপক্ষ নিয়মিতভাবে অভিবাসীদের গ্রেফতার করে আলজেরিয়ার সীমান্তে ফেলে দেওয়ার অভিযোগের মুখে রয়েছে। মার্চ মাসে ৬০০ অভিবাসী নিখোঁজ হওয়ার ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।

এই পরিস্থিতিতে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনিয়মিত অভিবাসীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের উপর জোর দিচ্ছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে পর্যন্ত হাজার ২৫০ জন সাব-সাহারান অভিবাসী তিউনিশিয়া থেকে নিজ দেশে ফিরে গেছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য