clock ,

ট্রাম্পের ১০০ দিন: টালমাটাল যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে অস্থিরতা

ট্রাম্পের ১০০ দিন: টালমাটাল যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে অস্থিরতা

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনেই ডোনাল্ড ট্রাম্প গোটা যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক রাজনীতিতে এক গভীর বিভাজনের রেখা টেনে দিয়েছেন।আমেরিকাকে আবার মহান করুন”—এই পুরনো স্লোগান নিয়ে আবারো হোয়াইট হাউসে ফিরলেও, তার নেতৃত্বে দেশজুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কূটনৈতিক টানাপোড়েন।

দেশের ভেতরে ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড় এবং বিদেশে একের পর এক আক্রমণাত্মক বাণিজ্য নীতির ফলে গোটা বিশ্ব আজ এক ধরনের অস্থিরতার মধ্যে পড়েছে। বাণিজ্য যুদ্ধ, অভিবাসন নিষেধাজ্ঞা, এবং মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়ানোএসবই এখন ট্রাম্প প্রশাসনের নিয়তির অংশ।

বিশ্লেষকরা বলছেন, এই সময়ের মধ্যেই ট্রাম্প ১৪০টিরও বেশি নির্বাহী আদেশে সই করেছেনযার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, বিশ্ববিদ্যালয় সংবাদমাধ্যমে হস্তক্ষেপ, এবং জলবায়ু নীতির গুরুত্বপূর্ণ অংশ বাতিল অন্তর্ভুক্ত। ফেডারেল প্রশাসনে ইলন মাস্কের মতো ব্যক্তিকে ব্যবহার করে আমলাতন্ত্র ভাঙার প্রচেষ্টাও এই সময়ের আলোচিত ঘটনা।

অর্থনীতিতে তার শুল্ক নীতি কর কমানোর উদ্যোগে শেয়ারবাজার সাময়িকভাবে চাঙা থাকলেও, মধ্যবিত্তদের জন্য ছিল সামান্যই স্বস্তি। বরং বহুজাতিক কোম্পানির লাভ বেড়েছে, এবং সাধারণ মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে।

স্বাস্থ্যখাতেও ট্রাম্পের ওবামাকেয়ার বাতিলের প্রতিশ্রুতি বাস্তবায়নে থেমে গেছে কংগ্রেসে। আর পররাষ্ট্রনীতিতে চীনের প্রতি কখনো কঠোর, কখনো নরম অবস্থান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ভিত্তিপ্রস্তরআমেরিকা ফার্স্টনীতিতে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্ররাও এখন দূরে সরে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন নিজেদের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়াচ্ছে, যাতে মার্কিন অস্ত্রের উপর নির্ভরতা কমানো যায়।

বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে নেতৃত্বভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে উঠেছিল, সেটিও এখন টালমাটাল। ডলারের দাম পড়ে গেছে, বিশ্বজুড়ে বেড়েছে মন্দার আশঙ্কা।

দেশের ভেতরেও ভেঙে পড়ছে সমর্থনের ভিত্তি। সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র ৪১ শতাংশ এবং অর্থনীতিতে আস্থার হার ৩৯ শতাংশে নেমে এসেছে৭০ বছরে কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন পতন দেখা যায়নি।

সমালোচনা আর জন-অসন্তোষের মধ্যেও আত্মতুষ্ট ট্রাম্প এই ১০০ দিন উদযাপন করেছেন নিজস্ব ভঙ্গিতে। এক ভাষণে তিনি বলেন, “দ্বিতীয় মেয়াদে আমি দেশ চালাচ্ছি, পৃথিবীও চালাচ্ছি। অনেক মজা পাচ্ছি।

তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, ট্রাম্পের নীতির এই অভিঘাত শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব অর্থনীতি রাজনীতির কাঠামোতেও দীর্ঘস্থায়ী অভিঘাত ফেলতে পারে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য