রাজধানী ঢাকায় কাউন্টার ও ই-টিকিট পদ্ধতিতে বাস পরিষেবা চালুর অংশ হিসেবে গতকাল উদ্বোধন করা হয়েছে গোলাপি বাস সার্ভিস। এই বাসগুলো উত্তরার আব্দুল্লাহপুর থেকে শহরের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির তথ্য অনুযায়ী, এই পরিষেবায় ২১টি কোম্পানির মোট ২,৬১০টি বাস যুক্ত হয়েছে। যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকেই বাসে উঠতে হবে, এবং ভাড়া আদায়ের জন্য ই-টিকিট পদ্ধতি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুর থেকেও একই ধরনের রঙভিত্তিক বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
গতকাল উত্তরার আজমপুরে গোলাপি বাস পরিষেবার উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "সড়কের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিট পদ্ধতিতে বাস পরিচালনা শুরু হয়েছে, যাতে যাত্রীরা নির্দিষ্ট স্টপেজ থেকেই উঠতে ও নামতে পারেন।" তিনি আরও জানান, এই উদ্যোগ সফল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার চালক-শ্রমিকদের যথাযথ নিয়োগপত্র ও নিয়মিত মাসিক বেতন প্রদানের আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, "নিয়মিত কাউন্টার ও ই-টিকেটিং ব্যবস্থা চালু হলে যানজট নিয়ন্ত্রণে আসবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।"
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক সাইফুল আলম জানান, "আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট কাউন্টার স্থাপন করা হয়েছে। যাত্রীদের অবশ্যই নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। নির্ধারিত স্টপেজ ছাড়া কোথাও বাস দাঁড় করানো যাবে না।" তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুর রুটেও ই-টিকেটিং পদ্ধতি চালু করা হবে, যা অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতা কমাবে এবং সড়কে শৃঙ্খলা আনতে সহায়ক হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?