প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সুদহার কমানোর সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো মুদ্রানীতি পর্যালোচনা করবেন গভর্নর সঞ্জয় মালহোত্রা, যেখানে সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে। মূল লক্ষ্য হলো চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পুনরুজ্জীবিত করা। দ্য হিন্দু-এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
রয়টার্সের এক জরিপে অংশ নেওয়া ৬২ জন বিশ্লেষকের মধ্যে ৭০ শতাংশের বেশি, অর্থাৎ ৪৫ জনের পূর্বাভাস অনুযায়ী, মূল রেপো হার ২৫ বেসিস পয়েন্ট কমে ৬.২৫ শতাংশে নামতে পারে। তবে কিছু বিশ্লেষক মূল্যস্ফীতির চাপের কথা বিবেচনায় রেখে সুদহার অপরিবর্তিত থাকার সম্ভাবনাও দেখছেন।
এই মুদ্রানীতি পর্যালোচনা এমন এক সময় করা হচ্ছে, যখন ভারতের কেন্দ্রীয় সরকার বাজেটে ব্যক্তিগত করহার কমিয়েছে এবং ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে নতুন নীতিগুলো বাস্তবায়নের পরিকল্পনা করছে।
ক্যাপিটাল ইকোনমিকসের ডেপুটি চিফ ইমার্জিং মার্কেট ইকোনমিস্ট শিলান শাহ মনে করেন, সামগ্রিক রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতিকে চাঙ্গা করতে সুদের হার কমানোর সুযোগ রয়েছে। এ কারণেই নতুন নেতৃত্বের অধীনে আরবিআই মুদ্রানীতি শিথিল করার উদ্যোগ নিতে পারে।
ভারত সরকার জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি জিডিপির ৪.৮ শতাংশের মধ্যে সীমিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে এটি ৪.৪ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা চলছে।
নীতিনির্ধারকরা আশা করছেন, আগামী অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার ৬.৪ শতাংশ হতে পারে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?