বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সোমবার এক টেলিফোন আলাপে এ শুভেচ্ছা বিনিময় হয়, যা পরে শাহবাজ শরিফ নিজেই নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানান, ড. ইউনূসের সঙ্গে তার একটি মনোরম কথোপকথন হয়েছে। তারা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় করার যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
শাহবাজ শরিফ জানান, আগামী ২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সফরে আসবেন। পাশাপাশি, তিনি ড. ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এছাড়া, বাংলাদেশের সংস্কৃতি ও সংগীত জগতে রুনা লায়লার অসামান্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
শাহবাজ শরিফ আশাবাদ ব্যক্ত করে বলেন, "পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, ইনশাআল্লাহ।"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?