যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির ছায়ায় এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্যের লেবার সরকার। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের প্রশাসন দেশে অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। গত কয়েকদিনে দেশটির প্রশাসন একাধিক ভারতীয় রেস্তোরাঁ, নেইল বার, গাড়ি পরিষ্কার করার দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে।
এই অভিযান তদারকি করছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, কেবল জানুয়ারি মাসেই ৮২৮টি স্থানে অভিযান চালানো হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেশি। এ সময়ের মধ্যে ৬০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি। অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার অভিযোগে নিয়োগকর্তাদের বিরুদ্ধে ১,০৯০টি নোটিস পাঠানো হয়েছে।
উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় হানা দিয়ে একসঙ্গে সাতজনকে গ্রেপ্তার ও চারজনকে আটক করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী কুপারের কার্যালয় জানিয়েছে, রেস্তোরাঁ, ক্যাফে এবং খাদ্য, পানীয় ও তামাক শিল্পে অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়েছে, তাই অভিযান জোরদার করা হয়েছে।
কুপার বলেন, "যুক্তরাজ্যের অভিবাসন নীতিকে অবশ্যই সম্মান করতে হবে। দীর্ঘদিন ধরে নিয়োগকর্তারা অবৈধ অভিবাসীদের কাজ দেওয়ায় তারা এখানে বসবাসের সুযোগ পাচ্ছে। এর ফলে মানবপাচারকারীরা আরও সক্রিয় হচ্ছে এবং অভিবাসন ব্যবস্থা ও অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে।"
নির্বাচনী সংস্কারের পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী স্টারমারের ওপর চাপ বাড়ছে। বিশ্বব্যাপী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে বেসপোক চার্টার ফ্লাইট ব্যবহার করা হচ্ছে, যেগুলোর ভিডিওচিত্র জনসমক্ষে আনা হয়েছে। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের পাহারায় অভিবাসীদের একটি বাস থেকে নামিয়ে চার্টার জেটের সিঁড়ি দিয়ে বিমানে তোলা হচ্ছে। যাদের অপসারণ করা হয়েছে, তাদের মধ্যে মাদক পাচারকারী, চোর, ধর্ষক ও হত্যাকারীরাও রয়েছে বলে দাবি করেছে সরকার।
লেবার সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার অবৈধ অভিবাসী ও বিদেশি অপরাধীকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। নতুন "বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল" দ্বিতীয়বার পার্লামেন্টে উত্থাপনের সময় এই অভিযান জোরদার করা হয়। স্টারমারের প্রশাসন বলেছে, নতুন আইনটি সীমান্ত নিরাপত্তাকে দুর্বলকারী অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তবে বিরোধী কনজারভেটিভ পার্টি এই বিলকে ‘দুর্বল’ বলে অভিহিত করেছে এবং সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা দাবি করছে, অবৈধ অভিবাসীদের স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকার সুযোগ বন্ধ করা উচিত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?