চীনের এক ব্যক্তি হার্ট অ্যাটাকের পর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বললেন, ‘আমাকে কাজে ছুটতে হবে’
চীনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রেলস্টেশনে অচেতন হয়ে পড়ার পর জ্ঞান ফিরে প্রথম যে কথাটি বললেন, তা ছিল ‘আমাকে কাজে ছুটতে হবে’—এটি সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এই ঘটনা ঘটে ফেব্রুয়ারির ৪ তারিখ, আট দিনের স্প্রিং ফেস্টিভাল ছুটির শেষ দিন। হুনান প্রদেশের চাংশা শহরের এক রেলস্টেশনে ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই তিনি প্ল্যাটফর্মে লুটিয়ে পড়েন।
স্থানীয় শাওশিয়াং মর্নিং হেরাল্ড পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রেলস্টেশনের কয়েকজন কর্মী ও একটি প্রধান স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। চল্লিশোর্ধ্ব বয়সী, পরিচয় প্রকাশ না করা এই ব্যক্তি প্রায় ২০ মিনিট পর জ্ঞান ফিরে পান।
এরপর জ্ঞান ফেরার পর তার প্রথম কথাগুলো সবাইকে অবাক করে দেয়। তিনি বলেন আমাকে দ্রুতগতির ট্রেন ধরে কাজে যেতে হবে, হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক তাকে জানান যে, পড়ে গিয়ে তার আঘাত পেতে পারে, তাই হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করানো খুবই জরুরি। শেষ পর্যন্ত তিনি অ্যাম্বুলেন্সে ওঠার জন্য রাজি হন।
এই ঘটনা চীনের উচ্চ বেকারত্বের বাস্তবতার মধ্যে অনেক ইন্টারনেট ব্যবহারকারীর মনে গভীর প্রভাব ফেলে।একজন অনলাইনে মন্তব্য করেন, "ওহ! জ্ঞান ফিরতেই তার প্রথম চিন্তা ছিল টাকা উপার্জনের। আমি সত্যিই অভিভূত!"আরেকজন লেখেন, চীনে বেকারত্বের হার সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ পর্যায়ে স্থির রয়েছে।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে ১৬ থেকে ২৪ বছর বয়সী (শিক্ষার্থী ছাড়া) তরুণদের বেকারত্বের হার ছিল ১৬.১ শতাংশ, যা অক্টোবরে ১৭.১ শতাংশ ছিল।
দেশটিতে অতিরিক্ত ওভারটাইম কাজের ফলে কর্মীদের হঠাৎ মৃত্যুর ঘটনা প্রায়ই শিরোনামে আসে। ২০২২ সালে শাংহাইয়ের এক শীর্ষ ডিজিটাল কোম্পানির ৩০ বছর বয়সী এক আইটি প্রকৌশলী জিমে হঠাৎ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তিনি রেখে যান গর্ভবতী স্ত্রী এবং মাসিক ২০,০০০ ইউয়ানের (প্রায় ২,৭০০ মার্কিন ডলার) গৃহঋণ। তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাসে হোম লোন থেকে ছাড় পেয়েছিলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?