বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম স্থানে রয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। সংস্থাটির প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪’ অনুযায়ী, বাংলাদেশ এবার ২৩ স্কোর পেয়েছে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবি’র নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান।
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ২৩ স্কোর নিয়ে বাংলাদেশ এবার ১৫১তম স্থানে রয়েছে। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে কঙ্গো ও ইরান। এবারের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সুদান, যার স্কোর মাত্র ৮। অন্যদিকে, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, যাদের স্কোর ৯০।
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার নিচে রয়েছে আফগানিস্তান, যার স্কোর ১৭। বাংলাদেশ এ অঞ্চলে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের স্কোর ৩৯, পাকিস্তানের স্কোর ২৯ এবং শ্রীলঙ্কার স্কোর ৩৬।
টিআইবি নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশের স্কোর বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩ সালের তুলনায় এ বছর দুই ধাপ অবনতি হয়েছে। এটি দুর্নীতির বিস্তার ও দুর্নীতিবিরোধী কার্যক্রমে দুর্বলতার ইঙ্গিত দেয়। দুর্নীতি দমন কমিশনসহ অন্যান্য সংস্থাগুলোর কার্যকারিতা, রাজনৈতিক সদিচ্ছা এবং দুর্নীতিবিরোধী উদ্যোগে আরও জোর দিতে হবে। আইন ও নীতিগত দুর্বলতাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে, ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান আরও খারাপ হতে পারে।”
টিআইবির প্রতিবেদনে দুর্নীতির বিস্তার রোধে শক্তিশালী আইন প্রয়োগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?