বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’–এর ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ফারজানা মুন্নী ও সন্তানদের নামে থাকা আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুই আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ সংক্রান্ত দুটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিং সংশ্লিষ্ট অনুসন্ধান চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে প্রাসঙ্গিক সাক্ষ্য–প্রমাণ সংগ্রহের কার্যক্রম চলছে।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে তাপস বিদেশে চলে গেলে তদন্ত ও বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং তার পলাতক হওয়ার সম্ভাবনাও নাকচ করা যায় না। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ জরুরি।
এছাড়া আবেদনে উল্লেখ করা হয়, তাপসের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে তাপস এবং তার স্ত্রী–সন্তানদের আয়কর নথি একাধিকবার অনুরোধের পরও পাওয়া যায়নি। অনুসন্ধানের স্বার্থে এসব নথি পর্যালোচনা প্রয়োজন হওয়ায় আয়কর নথি জব্দের নির্দেশ চাওয়া হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় ২০২৪ সালের ৩ নভেম্বর গ্রেপ্তার হন কৌশিক হোসেন তাপস। সাত মাসের বেশি সময় কারাভোগের পর গত বছরের ১৮ জুন তিনি জামিনে মুক্তি পান।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?