clock ,

কোনো দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সততা, দক্ষতা ও পেশাদারত্বের ওপর নির্ভরশীল। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব বা পক্ষপাতদুষ্ট আচরণ সরকার সহ্য করবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের সদস্য নন। তারা জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী। তাই ব্যক্তি, দল বা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জড়িত হওয়ার সুযোগ নেই। নির্বাচন পরিচালনায় আইন, বিধি, জননিরাপত্তা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কোনো প্রার্থীর পক্ষে কাজ করা বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে কোনো ধরনের অর্থ, সুযোগ-সুবিধা এমনকি খাবার গ্রহণ থেকেও সম্পূর্ণ বিরত থাকতে হবে। নির্বাচন অস্বচ্ছ হলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সংশ্লিষ্টদের ভূমিকা ও আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নির্বাচনে কাউকে আইন ভঙ্গ করতে দেওয়া যাবে না। বেআইনি কার্যকলাপে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এ জন্য ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য