ইংল্যান্ড ও ওয়েলসে গাড়ি চুরির জন্য ব্যবহৃত উন্নত প্রযুক্তির ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করতে নতুন আইন আসছে। গত বছর দেশজুড়ে ৭ লাখেরও বেশি গাড়ি চুরি বা ভাঙচুরের শিকার হয়েছে, যার মধ্যে প্রায় ৪০% ঘটনায় সিগন্যাল জ্যামারসহ অন্যান্য উচ্চ প্রযুক্তির ডিভাইস ব্যবহৃত হয়েছে। লন্ডনে এই সংখ্যা আরও বেশি, যেখানে ৬০% গাড়ি চুরির ঘটনায় এই ধরনের ডিভাইস ব্যবহৃত হয়।
নতুন "ক্রাইম অ্যান্ড পুলিশিং বিল"-এর আওতায়, কেউ যদি এই ধরনের ডিভাইস বহন করে, তবে তাকে এর বৈধ ব্যবহারের ব্যাখ্যা দিতে হবে। আগে নির্দিষ্ট অপরাধের সঙ্গে ডিভাইসের সংশ্লিষ্টতা প্রমাণ হলেই মামলা করা যেত। এখন, যদি কেউ সিগন্যাল জ্যামার তৈরি বা বিক্রি করে, তাহলে তাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা অনির্দিষ্ট জরিমানা হতে পারে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?