কিয়েভে ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ড্রোন হামলা: ইউক্রেনের অভিযোগ ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু
ইউক্রেনের রাজধানী কিয়েভে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুম ফার্মার একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ভারতে নিযুক্ত ইউক্রেনের দূতাবাস।
এক্স-এ (পূর্বতন টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও পরবর্তীতে ব্রিটিশ ও ইউক্রেনীয় কর্তৃপক্ষ বিষয়টি ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছেন।
এক্স পোস্টে দূতাবাসের বক্তব্য “আজ রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের কিয়েভের গুদামে আঘাত হানে। মস্কো ভারতের সঙ্গে বিশেষ সম্পর্কের দাবি করলেও তারা ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করেছে।” গুদামে রাখা শিশু ও বৃদ্ধদের জন্য তৈরি ওষুধও ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয় পোস্টে।
কোম্পানিটির মালিক ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তা। ইউক্রেনে অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান কুসুম ফার্মা। প্রতিষ্ঠানটি দেশটিতে বেসিক ওষুধের সরবরাহ নিশ্চিত করে থাকে।
এনডিটিভি সূত্রে জানা যায়, কুসুম কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছে, তবে তাদের মতে ক্ষেপণাস্ত্র নয়, একটি ড্রোন সরাসরি গুদামে আঘাত হানে।
এদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস বলেছেন, “আজ সকালে রুশ ড্রোন কিয়েভে একটি প্রধান ওষুধের গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। শিশু ও বয়স্কদের জন্য সংরক্ষিত ওষুধ ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে।”
তিনি একটিসহ ছবি পোস্ট করেন, যেখানে গুদাম ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফায়ার সার্ভিসের গাড়ি।
বিশ্লেষকদের মতে, এই হামলার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতেও হামলা চালাতে দ্বিধা করছে না।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহর ও খেরসন এলাকায় ব্যাপক আক্রমণ চালাচ্ছে রাশিয়া। কিছু পর্যবেক্ষক মনে করছেন, এই হামলাগুলো হতে পারে পুতিনের বাহিনীর ‘বসন্তকালীন আক্রমণ পরিকল্পনার অংশ।’
এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনায় ভারত-ইউক্রেন সম্পর্ক ও রাশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক অবস্থানের ওপর নতুন করে আলোচনার সৃষ্টি হতে পারে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?