clock ,

ভারতে বুলগেরিয়ার ভিসা নিতে গিয়ে আটক ৭ বাংলাদেশি, একজন নাইজেরিয়ান

ভারতে বুলগেরিয়ার ভিসা নিতে গিয়ে আটক ৭ বাংলাদেশি, একজন নাইজেরিয়ান

ইউরোপের দেশ বুলগেরিয়ার ভিসা নিতে ভারতে পাড়ি জমিয়েছিলেন সাতজন বাংলাদেশি নাগরিক, তবে দিল্লি পৌঁছানোর আগেই ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানার পুলিশ তাদের আটক করেছে। একইদিন সকালে একজন নাইজেরিয়ান নাগরিককেও একই অভিযোগে আটক করা হয়।

ভারতীয় পুলিশ জানিয়েছে, শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিলোনিয়ার তবলা চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ফেনীর পরশুরাম সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুনাম উদ্দিনের ছেলে রবিন হোসাইন (২৮), নওগাঁ জেলার পত্নীতলার রঘুনাথ গ্রামের আবু জাফরের ছেলে মো রাফি (২৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এমদাদ হোসাইন (২৭), একই উপজেলার উত্তর গুথুমা গ্রামের আহমেদের ছেলে সাইদুর জামান (২৮), নরসিংদী জেলার রায়পুর উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আবদুর রহমানের ছেলে ফয়সাল (২৪), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গাজরা গ্রামের ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা (২১) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৩৫)

তারা সবাই পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্ত দিয়ে ভারতের আমজাদনগরে প্রবেশ করেন। পরে দিল্লির উদ্দেশে রওনা হলে তবলা চৌমুহনী এলাকায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সূত্র জানায়, এদের সবাই বুলগেরিয়ার ভিসা সংগ্রহের জন্য দিল্লিতে ভারতীয় ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে যাচ্ছিলেন। তবে তাদের কাছে কোনো ভারতীয় ভিসা ছিল না। ফলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।

বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

প্রতিবছর ইউরোপে কাজের আশায় বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ভারত হয়ে নেপাল বা অন্য তৃতীয় দেশে গিয়ে ইউরোপে প্রবেশের কৌশল বেশ পরিচিত। তবে এসব অভিযানে মানবপাচার চক্রের সক্রিয়তা এবং ধরা পড়ার ঝুঁকি দুই- প্রবল।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য