ঢাকার কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক কিশোরীকে পাঁচ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, দুই শিশুকে ১০ বছরের সাজা ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এই রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন— বগুড়ার ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের মো. মিজানের ছেলে সাব্বির এবং শরীয়তপুরের পালং মডেল থানার চিকন্দী গ্রামের কামাল ওরফে আবুল কালামের ছেলে রাসেল। এই তিনজনের বিরুদ্ধে এক লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া, দুই শিশু—ওমর ও ফালান—এদের ১০ বছরের সাজা এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামি কারাগারে আছেন এবং তাদের আদালতে হাজির করা হয়। রায় পরবর্তী সময়ে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত দুই শিশু পলাতক রয়েছে এবং তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। মামলার ঘটনা অনুযায়ী, ২০২০ সালের ১৭ জুন, আসামিরা ভিকটিমকে কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগরের নুর আলমের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা মামলা দায়ের করলে, কামরাঙ্গীরচর থানার ইন্সপেক্টর মোহাম্মদ মোস্তফা আনোয়ার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?