clock ,

  ব্রেকিং নিউজ
clock
হবিগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় দূর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সিলেট থেকে চাদপুর গামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে প্রাইভেট ও বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারের থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন। তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয় লোকন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে প্রেরণ করে। এছাড়াও বাসের ধাক্কায় একটি বিদ্যুতিক খুটি ভেঙ্গে যায়। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাহমুদুল হক জানান- বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে যাত্রীরা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন- দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।  

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য