clock ,

কনে দেখে বাড়ি ফেরা হলো না প্রবাসীর: চাঁদার দাবিতে হামলা, নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু

কনে দেখে বাড়ি ফেরা হলো না প্রবাসীর: চাঁদার দাবিতে হামলা, নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিয়ের জন্য কনে দেখে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন মালয়েশিয়া প্রবাসী আল আমিন মণ্ডল (২৫) শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পদ্মার দুর্গম রাখালগাছি চরে হামলার পর যমুনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি। শনিবার দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আল আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিক নগর রামনারায়নপুর গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে। সাত বছর মালয়েশিয়ায় থাকার পর চার মাস আগে তিনি দেশে ফিরেছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর জানান, শুক্রবার আল আমিন তার মামা, বোন ফুফাতো বোন জামাইসহ কয়েকজন মিলে রাখালগাছির ঢালারচর গ্রামের এক বাসায় পাত্রী দেখতে যান। মেয়ে দেখা শেষে গোয়ালন্দের রাখালগাছি বাজারে যাওয়ার সময়, পূর্বপরিচিত শাহ আলী, রবিউল ইসলাম, ঠান্ডু, জুয়েল ফকির, সেলিমসহ সাত-আটজন যুবক মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা আল আমিনের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। মুখে আঘাত পেয়ে আল আমিন প্রাণ বাঁচাতে যমুনা নদীর শাখা নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা উদ্ধার করতে চাইলেও হামলাকারীরা বাধা দেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের দাবি, প্রায় ১৫-১৬ দিন আগে অভিযুক্ত শাহ আলী আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ফোনে গালাগালি হুমকি দেওয়া হয়। সেই রেষ ধরেই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে থানা নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। শনিবার দুপুরে হাজারি বড়শির সঙ্গে আটকে থাকা অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য