clock ,

ওয়ারী থেকে নিখোঁজ মা-ছেলে, অজ্ঞাত ব্যক্তি ফোনে জানালেন ‘তারা ভালো আছেন’

ওয়ারী থেকে নিখোঁজ মা-ছেলে, অজ্ঞাত ব্যক্তি ফোনে জানালেন ‘তারা ভালো আছেন’

রাজধানীর ওয়ারী এলাকা থেকে লামিয়া তাসমেরী মুন (৩২) এবং তার সাত বছরের ছেলে আহনাফ কবির ইনাফ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে ছেলেকে নিয়ে স্কুল থেকে বের হওয়ার পর তাদের আর কোন সন্ধান মেলেনি। পরবর্তীতে সন্ধ্যায় একটি অজ্ঞাত মোবাইল ফোন নম্বর থেকে কল করে স্বজনদের জানানো হয়, ‘তারা ভালো আছেন।’ তবে এরপর সেই নম্বরটি বন্ধ পাওয়া যায়।

লামিয়ার স্বামী হুমায়ুন কবির জানান, তিনি পুরান ঢাকার নবাবপুরে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন। ওয়ারীর যুগীনগর লেনে তারা পরিবারসহ থাকেন। ১১ মার্চ সকালে, লামিয়া ছেলেকে নিয়ে ওয়ারী স্ট্রীটের তিন নম্বর গলির ইএলসি স্কুলে পাঠাতে যান। পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে মা-ছেলে স্কুলের সামনে থেকে হাঁটতে হাঁটতে অদূরে চৌরাস্তা পর্যন্ত যান, যা সিসি ক্যামেরায় ধারণ করা হয়। এরপর কোথাও যাওয়ার সময় তারা নিখোঁজ হন, এবং তাদের মোবাইল ফোনও বন্ধ থাকে।

হুমায়ুন কবির আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি লামিয়ার মা মনোয়ারা বেগমকে ফোন করে জানায়, ‘আপনার মেয়ে নাতি ভালো আছেন।ওই নম্বরটি পরবর্তীতে অনুসন্ধান করলে জানা যায়, বরিশালের হিজলার এক ব্যক্তি এই নম্বরটি ব্যবহার করেছেন, যিনি নারায়ণগঞ্জের শিক্ষা বিভাগের কর্মকর্তা। ফোন কলটি ডেমরার ডগাইর এলাকা থেকে করা হয়েছিল। ঘটনায়, পরিবারের পক্ষ থেকে ওয়ারী থানায় এবং ্যাবকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যে নিখোঁজ মা ছেলের সম্ভাব্য অবস্থান সম্পর্কে কিছু তথ্য পেয়েছে এবং সেখানে অভিযান চালানো হচ্ছে। তাদের উদ্ধার করলে প্রকৃত ঘটনা জানা যাবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য