মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানি এবারের স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাদ পড়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানি ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এ বছর অন্তর্বর্তী সরকার তার নাম স্বাধীনতা পুরস্কারের জন্য প্রাথমিকভাবে আলোচনা করলেও, একই ব্যক্তিকে দুইবার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়ার বিধান না থাকায় তার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
প্রতিবছর সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার দিয়ে থাকে। এ বছর আট বিশিষ্টজনকে এই পুরস্কারে সম্মানিত করার কথা ছিল।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে সাতজনের নাম প্রকাশ করা হয়। তারা হলেন: বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহিদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?