ইতালির ২০২৩-২৪ সালের কর্মসংস্থান কোটা অনুযায়ী ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা নিরসনের দাবিতে ঢাকায় ইতালি দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শতাধিক বাংলাদেশি ভিসাপ্রত্যাশী। বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর গুলশানে দূতাবাসের সামনে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি চলে।
অংশগ্রহণকারীরা জানান, ইতালির বিভিন্ন প্রতিষ্ঠানে বৈধভাবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর তারা নিয়ম অনুযায়ী ভিসার জন্য আবেদন করেন। তবে এক-দুই বছর পেরিয়ে গেলেও অধিকাংশ আবেদন এখনও নিষ্পত্তিহীন। এই অনিশ্চয়তা তাদের মানবিক, অর্থনৈতিক ও মানসিক সংকটে ফেলছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও দূতাবাস থেকে কোনো আপডেট বা যোগাযোগ না পাওয়ায় তারা দারুণ হতাশ।
বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ভিসাপ্রত্যাশীরা জানান, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছিলেন যে, বাংলাদেশি আবেদনকারীদের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা দ্রুত সময়সূচি ঘোষণাসহ আবেদন প্রক্রিয়া সম্পন্নে কার্যকর পদক্ষেপ চায়।
এ বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?