আজ ২১ মার্চ, বিশ্ব কবিতা দিবস। কবি ও কবিতা প্রেমীদের জন্য এটি এক বিশেষ দিন। ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে।
এই দিবসটি পালনের মূল লক্ষ্য বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনকে স্বীকৃতি ও গতি দান করা।
এর আগে অক্টোবর মাসে বিভিন্ন দেশে বিশ্ব কবিতা দিবস পালিত হতো। প্রথমদিকে কখনো ৫ অক্টোবর এই দিবস পালিত হতো। বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ভার্জিলের জন্মদিন (১৫ অক্টোবর) স্মরণে কবিতা দিবস পালনের প্রচলন শুরু হয়। কিছু দেশে এখনো অক্টোবর বা নভেম্বর মাসে কবিতা দিবস উদযাপন করা হয়।
কবিতা শুধু শিল্প নয়, এটি মানুষের অনুভূতি, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা কবি ও কবিতাপ্রেমীদের জন্য এই দিবস প্রেরণার উৎস হয়ে উঠেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?