পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ খানকে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। ব্যাংকের গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে করাচিতে করপোরেট ক্রাইম সার্কেলে তার বিরুদ্ধে মামলা করা হয়।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানায়, আতিফ মুহাম্মদ খান একটি বেসরকারি ব্যাংক থেকে ৫০ কোটির বেশি অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে জানা গেছে, এই অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে, যা একশ’ কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
এফআইএ কর্মকর্তাদের মতে, ব্যাংকের সিএফও ও অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় তিনি জালিয়াতি করেছেন। ব্যাংকিং নিয়ম লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক নথিতে কারসাজির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
তদন্তে আরও উঠে এসেছে, আতিফ মুহাম্মদ খান ব্যাংকের সিকিউরিটিজ বিভাগের সিইও থাকাকালীন সময়ে বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত ছিলেন। তিনি কোম্পানির হিসাব ও লেনদেনে জালিয়াতি করেছেন এবং অব্যবস্থাপনা আড়াল করতে আর্থিক নথিপত্র পরিবর্তন করেছেন।
নাদিয়া হোসেন ও আতিফ মুহাম্মদ ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির চার সন্তান রয়েছে। তবে তার গ্রেপ্তারের বিষয়ে নাদিয়া হোসেন এখনো কোনো মন্তব্য করেননি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?