সিঙ্গাপুরে প্রবাসী সকল বাংলাভাষাভাষীদের অমর একুশে উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ প্রসঙ্গে হাইকমিশনার জনাব মো. তৌহিদুল ইসলাম বলেন, আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৫২—এর ভাষা আন্দোলনের অগ্রসৈনিক সহ জানা—অজানা ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের, যাদের অসীম সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগে আমরা ফিরে পেয়েছি মাতৃভাষার মর্যাদা ও অধিকার। তিনি বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সেই সুর বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে আজ অনুরণিত। ২১শে ফেব্রুয়ারি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বব্যাপি সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠায় এই দিবস আজ এক প্রেরণার উৎস।
অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙ্গালী জাতীয়তাবাদ, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক। একুশের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করেই বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্যকে বহির্বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ হাইকমিশন মনে করে যে, নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে ঋদ্ধ হয়ে অন্যের ভাষা ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে পারার মাঝেই নিহিত আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সার্থকতা। এই উপলব্ধি থেকেই পৃথিবীর সকল ভাষাভাষিদের মাঝে এক নিবিড় যোগসূত্র স্থাপিত হবে। প্রবাস জীবনে ব্যক্তিগত ও সামষ্টিক ভেদাভেদ ভুলে অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হতে হাইকমিশনার ও মিশনের সকল কর্মকর্তাগণ সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের আবেদন জানিয়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?