clock ,

অমর একুশে উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন

অমর একুশে উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন

সিঙ্গাপুরে প্রবাসী সকল বাংলাভাষাভাষীদের অমর একুশে উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রসঙ্গে হাইকমিশনার জনাব মো. তৌহিদুল ইসলাম বলেন, আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৫২এর ভাষা আন্দোলনের অগ্রসৈনিক সহ জানাঅজানা ভাষা শহীদ ভাষা সৈনিকদের, যাদের অসীম সাহসিকতা, দেশপ্রেম আত্মত্যাগে আমরা ফিরে পেয়েছি মাতৃভাষার মর্যাদা অধিকার। তিনি বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সেই সুর বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে আজ অনুরণিত। ২১শে ফেব্রুয়ারি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বব্যাপি সত্য ন্যায়ের অধিকার প্রতিষ্ঠায় এই দিবস আজ এক প্রেরণার উৎস।

অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙ্গালী জাতীয়তাবাদ, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক। একুশের চেতনা মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করেই বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্যকে বহির্বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ হাইকমিশন মনে করে যে, নিজস্ব ভাষা সংস্কৃতিতে ঋদ্ধ হয়ে অন্যের ভাষা সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে পারার মাঝেই নিহিত আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সার্থকতা। এই উপলব্ধি থেকেই পৃথিবীর সকল ভাষাভাষিদের মাঝে এক নিবিড় যোগসূত্র স্থাপিত হবে। প্রবাস জীবনে ব্যক্তিগত সামষ্টিক ভেদাভেদ ভুলে অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হতে হাইকমিশনার মিশনের সকল কর্মকর্তাগণ সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের আবেদন জানিয়েছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য