৩৫ বছরের দীর্ঘ অভিনয়জীবনে বহু চরিত্রে দাগ কেটেছেন কিটু গিদওয়ানি। দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘তৃষ্ণা’, ‘স্বাভিমান’, ‘জুনুন’, ‘এয়ার হোস্টেস’-এ তার অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। ক্যারিয়ারের শুরুতে আমির খানের সঙ্গে ‘হোলি’ ছবির চুম্বনদৃশ্যে আলোচনায় আসেন তিনি। তবে ৫৭ বছর বয়সেও এই অভিনেত্রী সিঙ্গেল এবং বিয়ে করার প্রয়োজনীয়তা অনুভব করেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিটু বলেন, ‘আমি ৩৫ বছর ধরে অভিনয়জগতে কাজ করছি। অভিজ্ঞতা অর্জন করেছি, কিন্তু যতটা কাজ পাওয়া উচিত ছিল, ততটা পাচ্ছি না। এখন শুধু নায়ক-নায়িকার মা হওয়ার চরিত্র পাই, যা আমি সরাসরি প্রত্যাখ্যান করি। এই ধরনের কাজ একঘেয়ে লাগে। নারীকেন্দ্রিক সিনেমার অবস্থাও ভালো নয়, তবে ওটিটির পরিস্থিতি তুলনামূলক ভালো। ভারতে এখনো পিতৃতন্ত্রের প্রভাব বেশি। বেশি বয়সী অভিনেত্রীদেরও সুযোগ দেওয়া উচিত, কারণ আমরা এখনো বেঁচে আছি, কাজ করতে চাই।’
আমির খানের সঙ্গে ‘হোলি’ ছবির সেই চুম্বনদৃশ্য নিয়ে কিটুর বক্তব্য, ‘সেখানে দু’জন পেশাদার অভিনেতা হিসেবে কাজ করেছি। তখনও কোনও অস্বস্তি ছিল না, এখনও হলে থাকত না। কাজটা সততার সঙ্গে করাটাই আসল। সমাজ বা সামাজিক মাধ্যমের মন্তব্য নিয়ে মাথা ঘামানো উচিত নয়।’
বিয়ে নিয়ে কিটুর চিন্তাভাবনা স্পষ্ট। তিনি বলেন, ‘আমি একা থাকতেই ভালোবাসি। নিজের কাজ ও ভালো লাগাকে গুরুত্ব দিই। জীবনে শান্তি থাকাটা জরুরি, তা না হলে ভালো কাজ করব কীভাবে? ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গা দেখা, সমাজের জন্য কিছু করাই বেশি গুরুত্বপূর্ণ। বিয়েই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না।’
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?