২০ দিন বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে ইরানে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে তীব্র সামরিক উত্তেজনার কারণে ইরানের আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বন্ধ ছিল।
শুক্রবার (৪ জুলাই) তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই-এর একটি ফ্লাইট (এফজেড১৯৩০)। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, এটিই সাম্প্রতিক বিরতির পর প্রথম আন্তর্জাতিক ফ্লাইট।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের ভূখণ্ডে বিমান হামলা চালায়, যার ফলে ইরান সিভিল অ্যাভিয়েশন অথরিটি নিরাপত্তাজনিত আশঙ্কায় দেশটির সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল।
আইআরএনএ-র প্রতিবেদনে আরও বলা হয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বেশিরভাগ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। ইস্পাহান ও তাবরিজ শহরের বিমানবন্দরগুলো এখনো বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ইরানের বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে এবং বিদেশি বিনিয়োগ ও পর্যটনের পথও কিছুটা হলেও খুলে দিতে পারে।
ইরানের আকাশসীমা মধ্যপ্রাচ্য ও ইউরোপ-এশিয়া রুটে একটি গুরুত্বপূর্ণ করিডোর। দীর্ঘদিন এ রুটে স্থবিরতা বিশ্বব্যাপী বিমান চলাচলে প্রভাব ফেলতে পারত। ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে ইরান কেবল নিজ দেশের যোগাযোগব্যবস্থা সচল করছে না, বরং আন্তর্জাতিক আস্থা পুনর্গঠনের বার্তাও দিচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?