clock ,

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে চমকে দিলেন অমিতাভ বচ্চন

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে চমকে দিলেন অমিতাভ বচ্চন

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমাডিয়ার মা’-এর ট্রেলার শেয়ার করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার ( জুলাই) নিজের ফেসবুক পেজে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমার ট্রেলার শেয়ার করেন তিনি।

ট্রেলার শেয়ার করে বিগ বি লেখেন, “টনি দা, সবসময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে। নতুন ছবির জন্য অনেক শুভকামনা।অমিতাভ বচ্চনের এমন প্রশংসায় রীতিমতো বিস্মিত জয়া আহসান। জয়া নিজের প্রতিক্রিয়ায় লিখেছেন, “শুক্রবারটা শুরু হলো হাসিমুখে। অমিতাভ বচ্চন স্যার ডিয়ার মা ছবির ট্রেলার শেয়ার করেছেন। আপনার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।

ডিয়ার মাসিনেমায় এক মায়ের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। ট্রেলার অনুযায়ী, ছবিতে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন, আবেগ, অভিমান হারিয়ে যাওয়ার কষ্ট ফুটে উঠেছে। ট্রেলারে দেখা যায়, মেয়েটি দাবা খেলছে, আর মা তাকে দেখছেনযার মধ্যে একটি রহস্য শূন্যতার ইঙ্গিত রয়েছে। ধারণা করা হচ্ছে, মেয়েটি আসলে তার নিজের নয়, কিন্তু সময়ের সাথে তাদের মধ্যে গড়ে উঠেছে জটিল মানসিক সম্পর্ক।

সিনেমায় জয়ার পাশাপাশি অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং মালায়লম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন। এর আগে জয়া অনিরুদ্ধ জুটিকড়ক সিংহিন্দি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য