clock ,

নবজাতকের মুখ দেখার আগেই শহীদ হলেন ফিলিস্তিনি ফুটবলার মুহান্নাদ

নবজাতকের মুখ দেখার আগেই শহীদ হলেন ফিলিস্তিনি ফুটবলার মুহান্নাদ

ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের এক পরিচিত ফুটবলার মুহান্নাদ আল-লিলি। মৃত্যুর সময় তিনি ছিলেন স্ত্রী সদ্যোজাত সন্তানের মুখ দেখার অপেক্ষায়, যাঁরা নরওয়েতে অবস্থান করছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

সেন্ট্রাল গাজার আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে সোমবার রাতে চালানো ড্রোন হামলায় মুহান্নাদের তিন তলার বেডরুমে আঘাত হানে একটি মিসাইল। মাথায় মারাত্মক আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন এবং একদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ না ফেরার দেশে চলে যান।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানায়, মুহান্নাদ গাজা ছাড়ার চেষ্টা করছিলেন। তাঁর স্ত্রী গাজা থেকে আগেই নিরাপদে নরওয়েতে চলে যান এবং সেখানে তাঁদের সন্তানের জন্ম হয়। সন্তানের মুখ দেখার আশায় দিন গুনছিলেন মুহান্নাদযা আর সম্ভব হলো না।

পিএফএ জানিয়েছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫৮৫ জন ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ২৬৫ জনই ফুটবল সংশ্লিষ্ট। ফিফা অর্থায়নে নির্মিত ১২টি স্টেডিয়ামসহ ২৬৪টি ক্রীড়া স্থাপনা ধ্বংস হয়েছে। বর্তমানে গাজার ইয়ারমুক ফিলিস্তিন স্টেডিয়ামগুলো আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।

মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল-মাঘাজিতে ক্যারিয়ার শুরু করেন এবং পরে শাবাব জাবালিয়াতে খেলে দলকে শীর্ষ পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেন। যদিও চোটের কারণে গাজা স্পোর্টস ক্লাবে তার কার্যকর উপস্থিতি ছিল সীমিত, তবুও তিনি আবারও নিজের শৈশবের ক্লাবে ফিরে এসে মাঠে ফিরতে চেয়েছিলেন। কিন্তু যুদ্ধের নির্মমতায় সেই প্রত্যাবর্তনের আর কোনো সুযোগ রইল না।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য