ফুটবলবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে। আকস্মিক এই মৃত্যুর খবরে শোকস্তব্ধ পুরো ফুটবল জগৎ। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, মিশেল প্লাতিনিসহ অসংখ্য ফুটবলপ্রেমী ও ক্রীড়াবিদ সামাজিক মাধ্যমে গভীর শোক জানিয়েছেন।
লিভারপুল সমর্থকেরা যেনো বিশ্বাসই করতে পারছেন না জোতার আর ফিরিয়ে আসা হবে না। বৃহস্পতিবার থেকেই অ্যানফিল্ড স্টেডিয়ামের সামনে ভিড় জমাচ্ছেন তারা। কেউ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নিশ্চুপ, কেউ চোখ মুছছেন নীরবে। প্রিয় খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকেই জোতার ২০ নম্বর জার্সিকে স্থায়ীভাবে তুলে রাখার দাবি জানান।
সমর্থকদের আবেগ ও শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে লিভারপুল ফুটবল ক্লাব বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, ক্লাবের ২০২৪–২৫ মৌসুমের ২০তম লিগ শিরোপা জয়ে জোতার অবদান স্মরণীয় করে রাখতে ২০ নম্বর জার্সিকে ‘অমর’ ঘোষণা করা হয়েছে। যদিও ক্লাব আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করেনি যে, এই জার্সি চিরতরে প্রত্যাহার করা হবে কিনা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “চলতি বছরের এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে সমর্থকদের সামনে করা জয়সূচক গোলটিই ছিল জোতার ক্যারিয়ারের শেষ গোল, যা চিরকাল লিভারপুল সমর্থকদের হৃদয়ে গেঁথে থাকবে।”
জোতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ৫ জুলাই, তার জন্মস্থান পর্তুগালের গোন্দোমারে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) ‘ইগ্রেজা মাতৃজ দে গোন্দোমার’ গির্জায় এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর একদিন আগে শুক্রবার বিকেলে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জোতা ও তার ভাইয়ের মরদেহ রাখা হবে ওই গির্জার ফিউনারেল চ্যাপেলে।
মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য আতঙ্ক হয়ে ওঠা জোতা মাত্র ২৭ বছর বয়সেই জীবনভর স্মরণীয় হয়ে রইলেন। তার হঠাৎ চলে যাওয়ায় শোকের মাতম বইছে শুধু লিভারপুল নয়, সমগ্র ফুটবলবিশ্বেই।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?