clock ,

আফগান সীমান্তে ভারত-সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহতের দাবি পাকিস্তানের

আফগান সীমান্তে ভারত-সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহতের দাবি পাকিস্তানের

আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে অন্তত ৩০ জন 'সন্ত্রাসী'কে হত্যা করার দাবি করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। নিহতদেরভারত-সমর্থিত প্রক্সি সন্ত্রাসীবলে উল্লেখ করা হয়েছে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে।

বৃহস্পতিবার ( জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানায়, গত তিন দিনে সীমান্তে সন্ত্রাসীদের একটি বড় দলের গতিবিধি নজরে আসে। সময় আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে অভিযান চালায়, যাতে অন্তত ৩০ জন নিহত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এর ঠিক কয়েকদিন আগেই একই অঞ্চলে আত্মঘাতী এক হামলায় ১৬ জন পাকিস্তানি সেনা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে তেহরিক--তালেবান পাকিস্তান (টিটিপি) বা তাদের সহায়ক একটি সংগঠন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান বালোচিস্তান অঞ্চলে একের পর এক সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফউভয়েই দাবি করেছেন, এসব হামলায় ভারত প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। প্রধানমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সফলভাবে অনুপ্রবেশ রুখে দিয়েছে। আমরা সন্ত্রাসবাদ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে ভারত সরকারের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরস্পরের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়, তবে আফগান সীমান্তে ভারতীয় প্রক্সি শক্তির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য