বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “মূল রাজনৈতিক সংস্কার, বিচারিক জবাবদিহিতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করে যেকোনো নির্বাচনী আয়োজন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।” শুক্রবার (৪ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন দলটির শীর্ষস্থানীয় নেতারাও।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান।
নেতারা বলেন, দেশে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিমণ্ডল তৈরি না হলে এবং বর্তমান দমনমূলক অবস্থা অব্যাহত থাকলে জনগণ এমন নির্বাচন মেনে নেবে না। তারা সরকারকে জনগণের দাবি মেনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করার আহ্বান জানান।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?