clock ,

সৌমী আমার প্রেমিকা নন : কবীর সুমন

সৌমী আমার প্রেমিকা নন : কবীর সুমন

ভালোবাসা দিবসে ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী কবীর সুমনের একটি পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। এক নারীর সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, "আমাদের ভ্যালেন্টাইন।" এই ক্যাপশন থেকেই শুরু হয় জল্পনা, শিল্পী কি নতুন করে প্রেমে পড়েছেন?

ভক্তরা পোস্ট দেখে শুভেচ্ছা জানালেও, একদিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন কবীর সুমন। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন পোস্টের নেপথ্যের কারণ এবং ছবিতে থাকা নারীর পরিচয়। শিল্পী জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে সবসময় কাউকে না কাউকে সঙ্গে রাখতে হয়। হাঁটাচলা কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামার সময়ও লাঠির সাহায্য নিতে হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শারীরিক অসুস্থতার কারণে প্রতিদিনই তার সঙ্গে কেউ না কেউ থাকেন। তাদের মধ্যে সৌমী ছাড়াও রয়েছেন মৃন্ময়ী, কারা এবং আরও অনেকে। তাদের বাবা-মায়ের সঙ্গেও তার পারিবারিক সম্পর্ক রয়েছে।



ভালোবাসা দিবসের পোস্ট নিয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, "সেই দিন সৌমী আমার বাসায় ছিলেন। আমরা বারান্দায় গিয়ে ছবি তুলি এবং মজা করে 'আমাদের ভ্যালেন্টাইন' ক্যাপশন দিই। সৌমী আমার ছাত্রী, বন্ধু। প্রয়োজনে আমার বাড়িতে থাকেন। নতুন করে প্রেমে পড়ার খবর সম্পূর্ণ ভুয়া।"

তবে এই পোস্টে অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, সুমনসৌমীর কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। সত্তরোর্ধ্ব এই শিল্পীর ভালোবাসা দিবস উদযাপনে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন অনেকে। শুভেচ্ছার বার্তায় ভরে যাচ্ছে তার পোস্টের কমেন্টবক্স।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য