clock ,

সোশ্যাল মিডিয়ায় ইজি-লিঙ্ক, সিম্পলিগো’র বিজ্ঞাপন হতে পারে ফিশিং স্ক্যাম: সিঙ্গাপুর পুলিশ

সোশ্যাল মিডিয়ায় ইজি-লিঙ্ক, সিম্পলিগো’র বিজ্ঞাপন হতে পারে ফিশিং স্ক্যাম: সিঙ্গাপুর পুলিশ

ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইজি-লিঙ্ক (EZ-Link)) ও সিম্পলিগো (SimplyGo)-এর নাম ব্যবহার করে প্রকাশিত বিজ্ঞাপনগুলো ফিশিং প্রতারণার অংশ হতে পারে। এসব বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের ভুয়া ওয়েবসাইটে নিয়ে গিয়ে তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। এসব ফেসবুক বা ইনস্টাগ্রাম বিজ্ঞাপন দেখে কেউ যদি ক্লিক করে ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করেন, তবে সেখানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা পার্সোনাল ডেটা জমা দিতে বলা হতে পারে, যা পুরোপুরি প্রতারণামূলক। ইজি-লিঙ্ক ও সিম্পলিগো উভয়ই সিঙ্গাপুরে জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট পেমেন্ট সিস্টেম। প্রতারকরা এই সেবাগুলোর জনপ্রিয়তা কাজে লাগিয়ে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে।

গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, ১ এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত ৩৬ জন ভুক্তভোগী এই প্রতারণার শিকার হয়েছেন, এবং মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ডলার। মার্চ মাসে একই ধরনের স্ক্যামে ৯৭ জন ভুক্তভোগী ১ লাখ ৫৬ হাজার ডলার হারিয়েছেন।

প্রতারকরা ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে ‘১.৯৯ ডলারে আনলিমিটেড ট্রাভেল অথবা ‘৬ ডলারে আনলিমিটেড যাত্রা অফার দিয়ে ভুয়া বিজ্ঞাপন চালাচ্ছে। এসব বিজ্ঞাপন দেখে অনেকে মনে করছেন এগুলো ইজি-লিঙ্ক, সিম্পলিগো বা ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (LTA) পক্ষ থেকে এসেছে। লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে এক ভুয়া ওয়েবসাইটে পাঠানো হয়, যেখানে ক্রেডিট/ডেবিট কার্ড নম্বর, ব্যাংক ডিটেইলস ও ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে তথাকথিত “ট্রাভেল কার্ড কিনতে বলা হয়। কিছু ক্ষেত্রে, ভুয়া অফারের জন্য অনলাইন গেম বা প্রশ্নমালাতেও অংশ নিতে বলা হয়। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা কিছু ক্ষেত্রে গ্র্যাব বা গ্র্যাবপে ওয়ালেট থেকে অননুমোদিত লেনদেন নজরে আসার পরই ভুক্তভোগীরা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন।

২০২৪ সালে সিঙ্গাপুরে প্রতারণার ঘটনায় ভুক্তভোগীরা মোট ১.১ বিলিয়ন ডলার হারিয়েছেনযা এক বছরে সর্বোচ্চ ক্ষতির পরিমাণ। এর মধ্যে ফিশিং স্ক্যাম ছিল তৃতীয় সর্বাধিক প্রচলিত স্ক্যাম ধরন, যেখানে ৫৯.৪ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এটি ২০২৩ সালের তুলনায় চারগুণ বেশি।

পুলিশ জানিয়েছে, ইজি-লিঙ্ক বা নেটস ফ্ল্যাশপে (ets FlashPay)-এর প্রকৃত প্রমোশন কেবল সরকারি ওয়েবসাইট ও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে পাওয়া যায়। SimplyGo ‘আনলিমিটেড ট্রাভেল অফার দেয় না, এবং Nets ও ‘আনলিমিটেড যাত্রা অফার চালু করেনি। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অচেনা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের লিংকে ক্লিক না করতে, ব্যাংকিং বা ব্যক্তিগত তথ্য কখনও এসব ওয়েবসাইটে না দিতে এবং সন্দেহজনক কোনো লিংক পেলে দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য