সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বহুল প্রতীক্ষিত আইপিএ সত্যায়ন সফটওয়ার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই সফটওয়ার চালুর ফলে প্রবাসী কর্মীদের সংশ্লিষ্ট সেবার জন্য আর হাইকমিশনে আসার প্রয়োজন হবে না, যা প্রবাসী শ্রমিকদের সময় ও ভোগান্তি কমাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী বাংলাদেশি কর্মীরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া সিঙ্গাপুরস্থ নিয়োগকারী কোম্পানির প্রতিনিধিসহ বাংলাদেশ ও সিঙ্গাপুরের সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তাঁর বক্তব্যে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের ‘শুভেচ্ছা দূত’ হিসেবে অভিহিত করে বলেন, "বাংলাদেশ ও সিঙ্গাপুরের অর্থনীতিতে তাদের ভূমিকা অপরিসীম। হাইকমিশন সর্বদা তাদের কল্যাণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।"
প্রধান অতিথির বক্তব্যে জনাব লুৎফে সিদ্দিকী বলেন, "এই সফটওয়ার চালু হওয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সেবা আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী হবে।" তিনি এই উদ্যোগের প্রশংসা করে প্রবাসী শ্রমিকদের কল্যাণে হাইকমিশনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, "এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা বাংলাদেশি শ্রমিকদের জন্য দূতাবাসের সেবাপ্রাপ্তির পদ্ধতিকে আরও সহজ করবে। আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে কৃতজ্ঞ।"
আইপিএ সত্যায়ন সফটওয়্যার চালুর ফলে প্রবাসী কর্মীরা অনলাইনে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। তাদের হাইকমিশনে আসার ঝামেলা কমবে, সময় ও ব্যয় সাশ্রয় হবে। প্রবাসীদের জন্য প্রশাসনিক প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে।
উপস্থিত অংশীজনেরা মনে করছেন, এই সফটওয়ার প্রবাসী কর্মীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশনের সেবার ডিজিটাল রূপান্তরে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করতে হাইকমিশন ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?