নোয়াখালীর বেগমগঞ্জে একদল সন্ত্রাসী এক প্রবাসীকে মসজিদের পাশে বেঁধে রেখে তার বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে গতকাল (রবিবার) মাগরিবের নামাজের পর । ভুক্তভোগী প্রবাসী কামরুল হাসান জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী ইমন (২৬) ও তার সহযোগীরা তাকে ধরে মসজিদের পাশে বেঁধে ফেলে। এরপর অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে স্ত্রী নাজমা বেগমের ওপর চড়াও হয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিতে গেলে শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র, স্টিলের আলমারি ও সোকেস ভাঙচুর করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। ঘটনার পর তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ থানায় এসে অভিযোগ দাখিল করতে বলে। তিনি অভিযোগ জমা দিয়েছেন, তবে দুঃখ প্রকাশ করে বলেন, "এমন কঠিন মুহূর্তে যদি পুলিশ এমন প্রতিক্রিয়া দেখায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?"
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?