clock ,

পাগল সেজে নারীদের হেনস্থাকারী যুবক আটক

পাগল সেজে নারীদের হেনস্থাকারী যুবক আটক

ঢাকার সাভার থেকে হিজাব না পরা নারীদের নিয়ে হুমকি হেনস্থার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। যুবকটির নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান। তাকে সোমবার বিকেলে সাভারের আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে, পাগলের বেশ ধারণ করে দীর্ঘদিন ধরে ওই যুবক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং হিজাব পরিহিত না থাকা নারীদের হেনস্থা করতেন। এসব ঘটনা ভিডিও ধারণ করে টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন।

পুলিশ জানায়, তাদের কাছে বেশ কয়েকটি ভিডিও এসেছে যেখানে ওই যুবক পথচারী নারীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, "হিজাব না পরলে ধর্ষিত হবেন" পাশাপাশি, নারীদের প্রতি তার অশালীন মন্তব্য কমবয়সী মেয়েদের প্রতি অপমানজনক মন্তব্যও পাওয়া গেছে।

তার প্রকাশিত ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং জনমনে তীব্র অস্বস্তি আপত্তি দেখা দেয়। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুবকের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

আজ রাতে সাভার মডেল থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য