clock ,

সাবেক এমপির বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগে ‘সমন্বয়ক’ গ্রেপ্তার

সাবেক এমপির বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগে ‘সমন্বয়ক’ গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাসা দখল, লুটপাট এবং ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ( মার্চ) দুপুরেসমন্বয়কপরিচয়ে মিষ্টি ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে শহরের ছোট কালিবাড়ীতে অবস্থিত ছয়তলা ভবনের তালা ভেঙে দখল করেন। বাসার নগদ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার লুট এবং ৫০ লাখ টাকার আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ ওঠে। বাড়ি দখল করে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়।

পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে রাত ১০টার দিকে দখলমুক্ত করা হয়। মানসিক ভারসাম্যহীনদের পূর্বের আবাসস্থলে স্থানান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী মিষ্টিকে হেফাজতে নেয়, মুচলেকার পর মুক্তি দেওয়া হয়।

সাবেক এমপির স্ত্রী রওশন আরা বাদী হয়ে মামলা করলে রোববার রাত ৮টার দিকে মিষ্টিকে পুনরায় গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। পুলিশের ভাষ্যমতে, ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য