লন্ডনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশিরা। আইনজীবী মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
সভায় ব্যারিস্টার নাজির আহমদ বলেন, ‘দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।গত ৫৪ বছর ধরে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তবায়ন হয়নি। এবার যদি উদ্যোগ নেওয়া না হয়, ভবিষ্যতে আর হবে না।অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে হবে, যাতে প্রবাসীরা দূতাবাস বা অনলাইন পদ্ধতিতে ভোট দিতে পারেন।’ সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন,‘প্রবাসীদের ভোটাধিকার ছাড়া রাষ্ট্রের টেকসই সংস্কার সম্ভব নয়। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করা উচিত।’
সভায় অন্যান্য বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। তারা সরকারের কাছে এই অধিকার বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা আমীন চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক হাসনাত চৌধুরী, ক্বারী মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহ চেরাগ আলী, ব্যবসায়ী লিলু মিয়া, যুবনেতা কয়েছ আহমদ, সংগঠক মুহাম্মদ জিলানী, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, তরুণ সংগঠক রিয়াজ আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব সাদিক আহমদ, ব্যবসায়ী শুকুর মিয়া ও রাজনীতিবিদ সাজিদুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একমত পোষণ করেন বক্তারা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?