ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে আবেদনের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্তে ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। এ পরিস্থিতিতে আগামী রবিবার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাঁর অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই অনলাইনে কার্ড ও স্টিকার আবেদনের নতুন অ্যাপ চালু করা হয়েছে, যা ব্যবহারবান্ধব নয় এবং এতে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হতে পারে।
তিনি বলেন, রবিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে সাংবাদিক নেতারা বৈঠক করে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও সম্প্রচার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য কমিশন যে কার্ড ও গাড়ির স্টিকার দেয়, সেটির জন্য চালু করা নতুন অনলাইন পদ্ধতি বাস্তবসম্মত নয়। স্বল্প সময়ের মধ্যে সব সাংবাদিকের অনলাইন নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি স্বীকার করে রবিবারের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?