প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ পৃথিবীর চ্যাম্পিয়ন কীসে? জালিয়াতিতে। দেশজুড়ে ভিসা, পাসপোর্ট ও শিক্ষাসনদ পর্যন্ত অনেক কিছুই জাল, এমনকি কিছু দেশ আমাদের পাসপোর্টও গ্রহণ করে না। তিনি উদাহরণ দেন, “আমেরিকান বেস অব জাল” নামে দেশে তৈরি একটি জালিয়াতির কারখানা।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বলেন, “বাংলাদেশিদের জালিয়াতির বিষয়টি শুধু খারাপ নয়, এতে বুদ্ধি আছে। কিন্তু এটি সঠিক কাজে ব্যবহার না করলে সমস্যা তৈরি হয়। আমাদের প্রযুক্তিতে আসতে হলে সবকিছু ন্যায্য ও জেনুইন হতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের মেরিনাররা বিশ্বের নেতৃত্বে থাকা সত্ত্বেও বিদেশে অনেক সময় পারমিশন পান না। “যেসব দেশে আমাদের মানুষ যান, সেখানে সরকারি নিয়ম অনুযায়ী তাদের প্রবেশাধিকার সীমিত। আমাদের দেশের নাগরিকরা অনেক ক্ষেত্রে বৈদেশিক নিষেধাজ্ঞার শিকার হচ্ছেন,” যোগ করেন তিনি।
প্রফেসর ইউনূস চব্বিশের গণঅভ্যুত্থান উদাহরণ দিয়ে বলেন, “এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তরুণরা। বর্তমান প্রজন্মের তরুণরা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। প্রযুক্তির সাহায্যে তারা যে কোনো কাজ করতে সক্ষম। আমাদের কাজ হচ্ছে তাদের এই শক্তি চিনতে শেখানো এবং যথাযথভাবে কাজে লাগানো।”
তিনি উল্লেখ করেন, অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করা হলে তরুণরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। “তাদের উত্তেজনা এত ছিল যে শেষ পর্যন্ত এক সরকারও পালাতে হলো। এটি প্রমাণ করে প্রযুক্তি ও ইন্টারনেট আজকের তরুণদের শক্তির মূল চালিকা।”
প্রফেসর মুহাম্মদ ইউনূসের বক্তব্যে স্পষ্ট হয়েছে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ হলো জালিয়াতি মোকাবিলা করা এবং তরুণ ও প্রযুক্তির শক্তিকে দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?