বিশ্ববিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এমএফ হুসেইনের তৈরি ‘গ্রাম যাত্রা’ তৈলচিত্রটি নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। নিউইয়র্কের খ্যাতনামা নিলামঘর ক্রিস্টি’জে ছবিটি ১ কোটি ৩৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়, যা ভারতীয় শিল্পকর্মের নিলামে সর্বকালের সর্বোচ্চ দাম। এর আগে ২০২৩ সালে অমৃতা শের-গিলের ‘দ্য স্টোরি টেলার’ ৭৪ লাখ ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল।
‘গ্রাম যাত্রা’ আঁকা হয়েছিল ১৯৫৪ সালে। চিত্রটিতে ভারতের গ্রামীণ জীবনের ১৩টি আলাদা দৃশ্য তুলে ধরেছেন হুসেইন। লোকজ রঙ ও আঙ্গিকে তিনি কৃষক, গৃহিণী, শিশু এবং গ্রামীণ পরিবেশের নানা অনুষঙ্গ উপস্থাপন করেন। চিত্রকর্মটির গঠন ও রঙে ভারতের ঐতিহ্যবাহী ক্ষুদ্রচিত্র শৈলীর ছাপ স্পষ্ট।
চিত্রকর্মটি প্রায় পাঁচ দশক ধরে নরওয়ের ওসলো ইউনিভার্সিটি হাসপাতালের দেয়ালে ঝুলছিল। এটি প্রথম কিনেছিলেন ইউক্রেনীয় চিকিৎসক লিয়ন এলিয়াস ভলোদারস্কি, যিনি ১৯৫৪ সালে মাত্র ২৯৫ ডলারে এটি সংগ্রহ করেন। সে সময় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মিশনে ভারতে ছিলেন। ২০১৩ সালে ক্রিস্টি’জ নিলামঘর এটি পুনরাবিষ্কার করে এবং বিশ্বব্যাপী প্রদর্শনের ব্যবস্থা নেয়।
ক্রিস্টি’জের দক্ষিণ এশীয় আধুনিক ও সমসাময়িক শিল্প বিভাগের প্রধান নিশাদ আভারি ‘গ্রাম যাত্রা’-কে দক্ষিণ এশীয় শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ১৯৫২ সালে চীন সফরের সময় হুসেইন চীনা শিল্পী সু বিহংয়ের ক্যালিগ্র্যাফিক শৈলী থেকে অনুপ্রাণিত হন, যার ছাপ এই চিত্রকর্মে স্পষ্ট।
শিল্পবোদ্ধা আশিস আনন্দ বলেন, এই রেকর্ড বিক্রি হুসেইনের অন্যান্য শিল্পকর্মের বাজারমূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে। একইসাথে এটি প্রমাণ করছে, ভারতীয় শিল্পকর্ম কেবল নান্দনিকতাতেই নয়, বিনিয়োগের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?