যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং তার পটভূমি ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের বোম্বাই স্কোয়ারে গত ৭ই মার্চ বৃহস্পতিবার রাত ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজের পরিচালনায় এই আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দফতর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, যুব বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, ভিপি খসরুজ্জামান, আহমেদ হাসান, সেলিম আহমদ খান, জামাল আহমেদ খান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৭ই মার্চ বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় ও অলঙ্ঘনীয় দিন। ৭ মার্চের চেতনা অবিনশ্বর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে একটি মহাকাব্য রচনা করেছিলেন। সেই মহাকাব্য বাঙালি জাতির মুক্তির বার্তা নিয়ে এসেছিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা দিয়েছিলেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"। সেই ভাষণ বাঙালির হৃদয়ে অনুরণিত হয়েছিল এবং স্বাধীনতার জন্য এক মহান সংগ্রামের সূচনা করেছিল।
আরেকটি আলোচনা সভা ৭ই মার্চ ওয়েলসের রাজধানী কার্ডিফে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. মালিকের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ-সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, সাধারণ সম্পাদক শাহ জাহান তালুকদার শাওন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সভায় বক্তারা বলেন, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে সংগ্রামের পথে ঐক্যবদ্ধ করেছিল। তিনি অত্যাচারী পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ছিলেন। ৭ই মার্চের ভাষণটি শুধু একটি বক্তৃতা নয়, এটি জাতির স্বাধীনতার মূলমন্ত্র হয়ে উঠেছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পথপ্রদর্শক হিসেবে এই ভাষণ বাঙালি জাতিকে এক যুগের সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। বক্তারা জাতির পিতার সেই বজ্রকণ্ঠের ভাষণকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিপ্লবী ভাষণ হিসেবে অভিহিত করেন।
সভায় মহান ভাষা আন্দোলন, ৬২ ও ৬৪ সালের ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ৭৫ সালের ১৫ই আগস্টের ঘটনা, ২১শে আগস্ট এবং অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?