বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে দারিদ্র্যের মাত্রা নতুন উচ্চতায় পৌঁছেছে। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ) এর সর্বশেষ গবেষণায় দেখা গেছে, দেশটিতে প্রায় ৬.৮ মিলিয়ন মানুষ তীব্র দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন, যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ।
গবেষণায় বলা হয়েছে, বাসাভাড়া পরিশোধের পর পরিবারের আয় যদি জাতীয় মধ্যম আয়ের ৪০ শতাংশের কম হয়, তবে সেটি ‘অতিগভীর দারিদ্র্য’। দুই সন্তানসহ একটি পরিবারের ক্ষেত্রে এটি বছরে প্রায় ১৬,৪০০ পাউন্ড বা তার কম। সামগ্রিক দারিদ্র্য স্থিতিশীল থাকলেও, অতিগভীর দারিদ্র্যে থাকা মানুষের অনুপাত বেড়ে ১০ শতাংশ হয়েছে।
বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত প্রবাসীরা এই সংকটে সবচেয়ে বেশি প্রভাবিত। দেশে শিশু দারিদ্র্যও বাড়ছে; প্রায় ৪.৫ মিলিয়ন শিশু দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠছে। জেআরএফ সতর্ক করেছেন, পূর্ববর্তী পদক্ষেপগুলো খণ্ডিত ও প্রতিক্রিয়াশীল হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। তারা শক্তিশালী ও সমন্বিত নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?